ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, আগামীতে কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তিনি বলেন, গত বছর ইসির সংলাপে বলেছি, নির্বাচন কমিশনকে কারও প্ররোচনায় নয়, বিচার-বিবেচনার নিরিখে নির্বাচনে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনকালে প্রার্থী ও ভোটাররা যাতে শ্বাসরুদ্ধকর এবং বিভীষিকাময় পরিস্থিতির শিকার না হন সেদিকে নির্বাচন কমিশনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। নির্বাচনে অনৈতিকভাবে জয়ের প্রয়াসকে প্রতিহত করতে হবে। আবুল হাসানাত আমিনী বলেন, পোলিং বুথে সব প্রার্থীর এজেন্টদের নির্ভয়ে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। প্রতিটি কেন্দ্রের ফলাফল জনসমক্ষে ঘোষণা করতে হবে এবং প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোটের সার্টিফিকেট ইস্যু বাধ্যতামূলক করতে হবে। স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনী নিয়োগ করতে হবে। প্রার্থীদের জন্য অভিন্ন পোস্টার, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন, রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচন কমিশন থেকে প্রত্যাহার করতে হবে। ইসলামী দলগুলো প্রসঙ্গে আবুল হাসানাত আমিনী বলেন, দলগুলো দ্বাদশ নির্বাচন সামনে রেখে সংগঠন গোছানোর কাজ করছে। পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে। ইসলামী ঐক্যজোট প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী ঐক্যজোট স্বতন্ত্র পথে চলছে। কোনো জোটে নেই। তবে আমরা ইসলামী দলগুলোর ঐক্যের পক্ষে। দেশজুড়ে পরিকল্পনামাফিক স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। স¯প্রতি দলের মজলিসে শূরার বৈঠকে দেশব্যাপী ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক ভিত্তি গতিশীল ও বেগবান করার সিদ্ধান্ত হয়েছে এবং চলতি বছরই কেন্দ্রীয় কাউন্সিল করে দলকে ঢেলে সাজানো হবে ইনশা আল্লাহ। তিনি বলেন, ইসলামী ঐক্যজোট নির্বাচনমুখী দল। তবে ২০১৪ সালে অংশগ্রহণ করিনি। ২০১৮ সালে দলীয় সরকারের অধীনে সব দল অংশগ্রহণ করেছিল। আমরাও অংশ নিয়েছিলাম। এবারের নির্বাচন নিয়েও আমরা দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দলের মজলিশে শূরার সদস্যদের সিদ্ধান্ত ছাড়া এ ব্যাপারে চূড়ান্ত মন্তব্য করা মুশকিল। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক সংঘাত, খাদ্য ও জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন এবং ভূমিকম্প, বন্যা, খড়াসহ দুর্যোগের কারণে বিশ্ব এক কঠিন সময় অতিক্রম করছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত বিশ্বকে নতুন করে সংকটে ফেলে দিয়েছে। ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান কমে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বিদ্যুৎ, গ্যাস, সার ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে মানুষের ওপর চাপ বিপুল বেড়েছে। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে ভালো বলা যায় না। দুর্নীতি, চুরি-ডাকাতি, খুন, অবৈধ দখল, শিক্ষাঙ্গনে সন্ত্রাস-নৈরাজ্য-দখলদারিত্ব চলছেই। চলমান মেগা প্রজেক্টগুলোর অর্থ সংকট কাটাতে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রাধান্য দেওয়া হয়েছে। তবে প্রজেক্টগুলোতে বরাদ্দকৃত অর্থের সদ্ব্যবহার হচ্ছে কি না, নাকি দুর্নীতির মাধ্যমে সিস্টেম লস হচ্ছে। পরিকল্পনা কমিশনকে এ বিষয়টা মাথায় রাখতে হবে। জনগণের এ কষ্টার্জিত টাকার অপব্যবহার যেন না হয় এটা নিশ্চিত করা সময়ের দাবি। সরকারের সফলতা ও ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সফলতা-ব্যর্থতা দুটোই আছে।
শিরোনাম
- গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চলবে: সারজিস
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশে ছাত্রজনতার ঢল
- বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে ম্যানইউ
- সীমান্তে যুদ্ধাবস্থা: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল
- ভারতের ৭৭ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের
- পাকিস্তান-শাসিত কাশ্মীরে হামলায় নবজাতকসহ নিহত ৫
- শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
- যমুনার সামনেই জুমা পড়লেন আন্দোলনকারীরা
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
পেশিশক্তির প্রভাবমুক্ত সুষ্ঠু অংশগ্রহণমূলক হতে হবে
মাওলানা আবুল হাসানাত আমিনী
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সত্যিই কি পরমাণু যুদ্ধে জড়াবে ভারত-পাকিস্তান? যা ছিল পুরনো মার্কিন গবেষণায়!
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম