১৮ জুন, ২০২১ ২২:০৭

এলডিসি থেকে উত্তরণে প্রণোদনা-ভিত্তিক প্যাকেজ চেয়েছেন মোমেন

অনলাইন ডেস্ক

এলডিসি থেকে উত্তরণে প্রণোদনা-ভিত্তিক প্যাকেজ চেয়েছেন মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন (ফাইল ছবি)

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এলডিসি থেকে উত্তরণ ও উত্তরণকৃত দেশগুলোর উন্নয়ন টেকসই করার জন্য প্রণোদনা-ভিত্তিক ও দীর্ঘমেয়াদি প্যাকেজের আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।
 
তিনি এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকা দেশগুলোর জন্য এ প্যাকেজের গুরুত্ব তুলে ধরেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর প্রভাব এবং এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে প্রাপ্ত বিশেষ সুবিধাদি হারানোর কারণে এসব দেশ পিছিয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে।
 
পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে ‘এলডিসি দেশগুলোর টেকসই ও অপরিবর্তনীয় উত্তরণে সক্ষমতা বিনির্মাণ’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে কি-নোট বক্তা হিসাবে বক্তব্য রাখছিলেন।
 
কানাডার স্থায়ী মিশন, এলডিসি বিষয়ক জাতিসংঘের উচ্চ প্রতিনিধি দফতর, ভূমিবেষ্টিত উন্নয়নশীল দেশসমূহ এবং উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহ (ওএইচআরএলএস)-এর সহযোগিতায় বাংলাদেশের স্থায়ী মিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর