আফগানিস্তানের সুপ্রিমকোর্টসহ সরকারের উঁচু স্তরে আরো বেশি করে নারী প্রতিনিধিত্ব দেখতে চান দেশটির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট আশরাফ ঘানি আহমাদজাই। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষিত হওয়ার পর ঘানির পক্ষ থেকে এমন বক্তব্য এলো। খবর দ্য হিন্দু অনলাইনের
আফগানিস্তানের সরকার এবং শিক্ষা ও অর্থনৈতিক খাতে দেশটির নারীদের লক্ষণীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আশরাফ ঘানি। ঘানি আরো বলেন, 'স্বদেশি বাসিন্দারা নন; দারিদ্র, শিক্ষার অভাব, আয়ে বৈষম্য ও নিরাপত্তাহীনতাই আফগানিস্তানের শত্রু বলে আফগানদের মনে রাখা উচিত।'
প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, 'এই জয় স্রেফ কোনো নির্বাচন জয় নয়; এই জয় গণতন্ত্র, আমাদের সংবিধান ও ভবিষ্যতের জন্য।'
প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে দেশটিতে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের বিষয়ে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে পৌঁছার কয়েক ঘণ্টা পরই আশরাফ ঘানির জয়ী হওয়ার ঘোষণা আসে। চুক্তি অনুযায়ী জাতীয় ঐকমত্যের সরকারে নতুন সৃষ্ট প্রধান নির্বাহীর পদ পাবেন আবদুল্লাহ।