আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ভারতের লোকসভা অধিবেশনে স্থল সীমান্ত চুক্তির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি তিস্তার পানিবণ্টন চুক্তির বিষয়ে সবসময় ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন বলেও তিনি আশ্বাস দিয়েছেন।
গণভবনে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকে মমতা বন্দোপাধ্যায় এ আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বৈঠকের বিষয় নিয়ে ব্রিফ করেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘তিস্তা চুক্তি প্রসঙ্গে বৈঠকে মমতা বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে অচিরেই ইতিবাচক ভূমিকা নেওয়া হবে। চলতি মাসের ২৩ তারিখে ভারতের লোকসভার বাজেট অধিবেশনে তিস্তাসহ অন্যান্য বিষয় উপস্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘চলতি মাসের ২৩ তারিখে লোকসভার বাজেট সেশনে স্থল সীমান্ত চুক্তি পেশ করে পাশ করা হবে। তিনি (মমতা) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চুক্তিটি পাশের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রধানমন্তী তাকে (মমতা) উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।’
মমতা বলেন, ‘স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন যদিও কেন্দ্রীয় সরকারের বিষয়। এরপরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে এ বিষয়ে ভূমিকা নিয়েছেন। পার্লামেন্টে চুক্তিটি অনুমোদনের জন্য বলেছেন। চলতি সেশনে চুক্তিটি বাস্তবায়ন হবে।’
ছিটমহল প্রসঙ্গে মমতা বলেন, ‘ছিটমহলের জনগণের দুর্ভোগের কথা আমি জানি। আমি সেখানে গিয়েছি। এ বিষয়ের প্রস্তাবনাগুলোও আগামী সেশনে উপস্থাপন করা হবে এবং পাশ করা হবে।
এর আগে, গণভবনে এক মধ্যাহ্ন ভোজে অংশ নেন মমতা। এরপর বেলা সোয়া ২টার দিকে তিনি গণভবন ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব