এশিয়ার সবচেয়ে ইতিবাচক দেশের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। ‘অসাধারণ উদ্যোগ ও কার্যক্রমের ফলে’ যৌথভাবে এ তালিকায় রয়েছে ভারতের নাম। আর বিশ্বের সবচে' ইতিবাচক নাম হিসেবে উঠে এসেছে সুইজারল্যান্ডের নাম।
রবিবার প্রকাশিত ডেইলি পজিটিভ (ডি+) নামে অস্ট্রেলিয়াভিত্তিক একটি অনলাইন সংস্থার বার্ষিক বৈশ্বিক সূচকে এ স্থান লাভ করেছে দেশগুলো।
গ্লোবাল এক্সপার্ট প্যানেল রেটিং, ডেইলি পজিটিভ জার্নালিস্ট রেটিং, গ্লোবাল ওয়েব পোল ও ২০১৫ সালে ডেইলি পজিটিভ ওয়েবসাইটে প্রকাশিত ইতিবাচক সংবাদের সংখ্যার ওপর ভিত্তি করে এ সূচক নির্ধারণ করা হয়েছে। অতীতে বিশ্বের ইতিবাচক দেশের সূচক প্রকাশ করলেও এবারই প্রথমবারের মতো আঞ্চলিক (মহাদেশীয়) ইতিবাচক দেশের সূচক প্রকাশ করলো ডেইলি পজিটিভ।
ডেইলি পজিটিভ (ডি+)-এর পক্ষ থেকে বলা হচ্ছে, কিছু অসাধারণ উদ্যোগ ও কার্যক্রমের ফলে বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশ নির্বাচিত হয়েছে সুইজারল্যান্ড। আর এশিয়ার সবচেয়ে ইতিবাচক দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশ ও ভারত।
বিশ্বের সবচেয়ে ইতিবাচক দেশের তালিকায় দেখা যায়, ৫৫৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। ৫৩৩ পয়েন্ট নিয়ে সুইডেন রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থনৈতিক পরাশক্তি চীন রয়েছে তালিকার তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ৫১৭। এরপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড (৫০২ পয়েন্ট), অস্ট্রেলিয়া (৪৯১ পয়েন্ট), জার্মানি (৪৭৯ পয়েন্ট), যুক্তরাষ্ট্র (৪৬২ পয়েন্ট), নিউজিল্যান্ড (৪৪৯ পয়েন্ট), সিঙ্গাপুর (৪৩১ পয়েন্ট) ও নরওয়ে (৪২৪ পয়েন্ট)।
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা