ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। রবিবার সকাল ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়েছে দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন। আর দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, শনিবার ভোর থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। সকাল ছয়টার দিকে এ নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, কুয়াশা কেটে গেলে আবার ফেরি চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহন আগে ফেরি পারের ব্যবস্থা করা হবে।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব