বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন। রবিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় যান ব্রিটিশ এ কূটনীতিক। সন্ধ্যা ৭টায় সেখান থেকে ফেরেন তিনি।
এর আগে ৫ জানুয়ারি নির্বাচনের আগে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গুলশানের বাসায় খালেদা জিয়া অবরুদ্ধ হয়ে পড়লে ৩০ ডিসেম্বর বালুর ট্রাক টপকিয়ে প্রথম কূটনীতিক হিসেবে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন রবার্ট গিবসন।
৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তিতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে গুলশান কার্যালয়ে অবস্থান নিলে সেখানেও খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন পশ্চিমা এই কূটনীতিক।
এছাড়া, কূটনীতিকদের সম্মানে বিএনপি চেয়ারপারসনের ইফতার পার্টি ও নিয়মিত সৌজন্য সাক্ষাতে বেশ কয়েকবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন গিবসন।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ