মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একইসঙ্গে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের বক্তব্য দিতে না পারে সেজন্য একটি আইন করতে সরকারের প্রতি দাবি জানান আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী।
বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এতোদিন পর খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন-তা বুঝে শুনে ও সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই দিয়েছেন। এটা পাকিস্তানের বক্তব্যেরই প্রতিধ্বনি।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিষয়টি যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তখন শহীদদের সংখ্যাতত্ত্ব নিয়ে এলেন খালেদা জিয়া। তার এ বক্তব্যের পক্ষে কী যুক্তি প্রমাণ আছে তা তুলে ধরতে হবে। না হয় বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
‘ওই বক্তব্যকে পূর্বপরিকল্পিত’ উল্লেখ করে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার ওই বক্তব্য অত্যন্ত পূর্বপরিকল্পিত ও রাজনীতি দুরভিসন্ধিমূলক। এ ধরনের বক্তব্যে তরুণ প্রজন্মের মধ্যে বিস্ফোরণ ঘটবে।’
তিনি আরও বলেন, ‘সরকারকে বলবো-মুক্তিযুদ্ধ নিয়ে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের বক্তব্য দিতে না পারে সেজন্য উচিৎ হবে এ ব্যাপারে একটি আইন প্রণয়ন করা।’
বিডি-প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৫/মাহবুব