লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতরা হলেন- কালীগঞ্জের হাজরানীয়া গ্রামের বাসিন্দা আব্দুর জব্বার ও মরিফুল ইসলাম।
জানা গেছে, বাঁশবোঝাই একটি ট্রাক ভুল্লারহাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের চাপায় পথচারী জব্বার ও মরিফুল ঘটনাস্থলেই মারা যান।