পৌর নির্বাচন নিয়ে সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রেসসচিব মারুফ কামাল রবিবার সন্ধ্যায় এ খবর জানিয়েছেন। খবর বিডি নিউজের।
পৌর ভোট নিয়ে সোমবার এই সংবাদ সম্মেলন হবে জানালে খালেদা জিয়া সুনির্দিষ্ট কী বিষয়ে কথা বলবেন তা জানাননি মারুফ কামাল।
বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিকাল ৪টায় এই সংবাদ সম্মেলন হবে। গত সেপ্টেম্বরে লন্ডন সফরের পর এটাই হবে তার প্রথম সংবাদ সম্মেলন।
সংসদ নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের এই নির্বাচনে আসা বিএনপির নেত্রী পৌর ভোটে জয়ের আশা প্রকাশ করে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সংবাদ সম্মেলন ডাকলেন।
সাংবাদিক ইউনিয়নের ওই অনুষ্ঠানে তিনি বলেছিলেন, সুষ্ঠ নির্বাচন হলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীদেরই জয় হবে, ভরাডুবি হবে ক্ষমতাসীনদের।
বিডি-প্রতিদিন/২৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ