নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ-৯ আমিনুল ইসলামের আদালত আজ সোমবার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৭ ফেব্রুয়ারি ধার্য্য করেছেন।
এর অাগে নাইকো দুর্নীতি মামলার শুনানিতে আদালতে হাজির হতে সময়ের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হতে পারেননি তিনি। তার পক্ষে সময়ের আবেদন জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানি স্থগিত রাখারও আবেদন জানানো হয়।
আবেদনে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেছেন, মামলাটি বিচারিক আদালতে চলবে বলে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ শুনানি স্থগিতের আরজি জানান তিনি।
উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা