বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন-২০১৫’র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদ এক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। একইসঙ্গে এই আইনের অধীনে অধিদফতরের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানান। তিনি বলেন, ১৯৫০ সালে একটি আইনের আলোকে এটি চলছিল। বিএনসিসি নামে ১৯৭৯ থেকে চলে আসছে। এখন একটি অধিদফতর গঠনের প্রস্তাব হয়েছে আইনে। অধিদফতর কিভাবে হবে, মহাপরিচালক ও অন্য কর্মকর্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এতে উপদেষ্টা কমিটি ও শৃঙ্খলা কমিটিও থাকবে।
এছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে বলেও জানান শফিউল আলম।
বিডি-প্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৫/ রশিদা