বৃটিশ পার্লামেন্টের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন এবং জাতীয় সংসদ ভবন ঘুরে দেখেছেন।
সোমবার টিউলিপ সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ঐতিহ্যবাহী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করায় টিউলিপ সিদ্দিককে আন্তরিক অভিনন্দন জানান স্পিকার। তিনি ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিকের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, তার এ অর্জন বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।”
স্পিকার টিউলিপকে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, অধিকতর স্বচ্ছতা ও গতিশীলতা আনতে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমে ‘ব্যাপক পরিবর্তন’ আনা হয়েছে। সংসদ অধিবেশন চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংসদ সদস্যদের সভাপতি করায় সংসদ পরিচালনায় ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে’।
এসময় টিউলিপ সিদ্দিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।”
পরে স্বামী ক্রিস পার্সিকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন টিউলিপ সিদ্দিক।
অন্যদের মধ্যে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ ও সংসদ সচিব মো. আশরাফুল মকবুল সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ রেহানার সন্তান টিউলিপ সিদ্দিক ২০১৫ সালের মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের এমপি নির্বাচিত হন। লন্ডনে জন্ম হলেও কৈশোরে কিছু দিন বাংলাদেশে কাটিয়েছেন টিউলিপ। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে আসেন তিনি।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব