জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, এ পরীক্ষায় ৩০টি বিষয়ে সারা দেশের ১১৭টি কলেজের এক লাখ ২৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী মোট ৮৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে। এছাড়াও যে কোন মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে numfRoll লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল জানা যাবে।
উল্লেখ্য, তত্বীয় পরীক্ষা গত ২৪ আগস্ট ২০১৫ তারিখে শুরু হয়ে ৩১ অক্টোবর ২০১৫ তারিখে শেষ হয় এবং তত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ২৮ দিনে এ ফল প্রকাশ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৫/মাহবুব