পৌরসভা নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে কর্তব্যরত সংবাদকর্মী আটকের ঘটনায় সরকার ও প্রশাসনের সমালোচনা করেছেন বিএনপির দফতর সম্পাদক রুহুল কবির রিজভী আহমেদ। আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্যে একথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি সারাদেশের বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়ম হচ্ছে ও হয়েছে বলে অভিযোগ তোলেন। সংবাদকর্মী আটক ও তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানান। সংবাদকর্মীর বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলাকে 'মিথ্যা' অভিহিত করে 'এটি সরকারের অভ্যাস'এ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ