দেশের বিভিন্ন পৌরসভায় ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক বলেছেন, আমরা ভোট বর্জন করতে এ নির্বাচনে আসিনি। শুরুটা ভালো হয়নি। তবে শেষ পর্যন্ত দেখব।'
বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে (ইসি) সাংবাদিকদের তিনি একথা জানান।
ড. ওসমান ফারুক আরও বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে পর্যবেক্ষণ, তাতে আওয়ামী লীগের সমর্থকরা ৬০টির বেশি কেন্দ্র দখল করে নিয়েছে। ওই সব ভোটকেন্দ্রে ভোটাররা ভোট দিতে যেতে পারছেন না। যেসব জায়গায় ভোটকেন্দ্র দখল করা হয়েছে, সেখানে প্রশাসনের লোকেরা অসহায় হয়ে পড়েছে।’
ইসি কর্মকর্তাদের কমিশনের না আসার অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের প্রতিনিধিদল ইসিতে থাকবে। কিন্তু সকাল ৮টায় ইসিতে এসে আমরা একমাত্র নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজকে ছাড়া আর কাউকে দেখতে পাইনি। এখন পর্যন্ত আর কেউ আসেনি। পরে আমরা তাঁর কক্ষে গিয়ে বসেছি।’
বিএনপি নেতা বলেন, ‘তাঁর কাছে অভিযোগ করলে তিনি শক্তভাবে এবং আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন। ফোন দিয়েছেন। কিন্তু কতটুকু ব্যবস্থা নিতে পেরেছেন, সেটা বলতে পারছি না।’
এর আগে, সকাল ৮টার দিকে ড. ওসমান ফারুকের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল ইসিতে আসে। অন্য সদস্যরা হলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন ও আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব