দেশের সব জায়গাতে অত্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে বলে দাবি করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, “বিভিন্ন টেলিভিশনে যা দেখলাম, যা খবর পেলাম তাতে স্পষ্ট বুঝতে পারিছি, সব জায়গাতে অত্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। আনন্দমুখর পরিবেশ নির্বাচন হচ্ছে।”
বুধবার বেলা সাড়ে ১২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, “আওয়ামী লীগের প্রার্থীদের ওপর ধানের শীষের প্রার্থীরাসহ অন্যান্য দলের প্রার্থীরা জবরদস্তি করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীও ভালো ব্যবহার করছে না। পাবনার সাথিয়ার একজন মম্যাজিস্ট্রেস যিনি খুব ডিস্টার্ব করছেন।”
তিনি বলেন, চৌমহনিতে জামায়াত-বিএনপির প্রভাবে সেখানে গোলযোগ হচ্ছে। বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগের একজন প্রার্থীকে বের করে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম, মিঠাপুকুরে বছরের শুরুতে যারা অগ্নি-সন্ত্রাস করেছিল, তারাই নাশকতা চালাচ্ছে।
এইচ টি ইমাম বলেন, “আজ আমরা নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। কিন্তু তিনি দেখা করেননি। তারা বলেছেন, আমাদের ক্ষমা করবেন। আজ কারো সঙ্গে দেখা করতে পারব না।”
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব