পৌর নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আড়াই ঘণ্টার মধ্যেই ৬০টি ভোটকেন্দ্র সরকারদলীয় সমর্থকরা দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ নির্বাচন কমিশনে এক কমিশনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ইসিতে যান। পরে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজের কাছে তারা দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্র দখল ও হামলার অভিযোগ জানান।
কমিশনার সঙ্গে দেখা করার পর ড. ওসমান ফারুক সাংবাদিকদের বলেন, 'ভোট শুরুর আড়াই ঘণ্টার মধ্যে সরকারদলীয়রা ৬০টি ভোটকেন্দ্র দখল করেছে। আড়াই ঘণ্টার মধ্যেই এই যদি নমুনা হয়, আমাদের শঙ্কা ভোট শেষ হওয়ার আগেই সরকারদলীয়রা লুণ্ঠনের মাধ্যমের আরেকটি প্রহসনের নির্বাচন উপহার দেবে।'
তিনি আরো বলেন, 'ভোট শুরু হয়েছে ৮টায়। কিন্তু এ সময় নির্বাচন কমিশনে একজন কমিশনার (শাহ নেওয়াজ) ছাড়া আর কাউকে দেখা যায়নি। তারা সবাই ৯টার পর এসেছেন। তা হলে তারা কীভাবে ভোট পর্যবেক্ষণ করছেন?'
তবে বিএনপি কোনো অবস্থাতেই ভোট বর্জন করবে না তিনি জানান। এ সময় তার সঙ্গে ছিলেন ড্যাবের সাধারণ সম্পাদক এ জেড এম জাহিদ ও মাসুদ তালুকদার।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ