দেশে পর্যাপ্ত গবাদিপশুর মাংস থাকা সত্ত্বেও বিদেশ থেকে মাংস আমদানি করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে গবাদিপশুর মাংসের মান ও বিশুদ্ধতা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।
রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুজ্জামান ও নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইফুল আলম।
গত সপ্তাহে বিদেশ থেকে গবাদিপশুর মাংস আনার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোছাব্বির হোসেন রিট করেন। সে রিটের শুনানি নিয়ে আজ রুল জারি করেছেন হাইকোর্ট।
পরে আবেদনকারীর দুই আইনজীবী জানান, দেশে পর্যাপ্ত/অতিরিক্ত উৎপাদন থাকা সত্বেও বিদেশ থেকে গবাদিপশুর মাংস আনার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না এবং গবাদিপশুর মাংস মান ও উৎপাদনে বিশুদ্ধতা, নিরাপদ গবাদিপশু খাদ্য উৎপাদন নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন