২১ অক্টোবর, ২০২১ ২১:৩১

ওস্তাদের হাত-পা টিপতে টিপতেই গাড়িচালক!

অনলাইন ডেস্ক

ওস্তাদের হাত-পা টিপতে টিপতেই গাড়িচালক!

বাংলাদেশে গাড়িচালক সেক্টরে তেমন কোনো প্রশিক্ষণ নেই।  এখানে একজন চালক তৈরি হন তার ওস্তাদের হাত-পা টিপতে টিপতে। 

এই চালকদের নিরাপদ কাজের পরিবেশও নেই। সেইসঙ্গে নেই চাকরির কোনো নিশ্চয়তা।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘সড়ক নিরাপত্তাবিষয়ক সংলাপ’-এ এসব কথা বলেন বক্তরা। যৌথভাবে এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ ইনিশিয়েটিভ (বিআই) ও ড্রাইভার্স ট্রেনিং সেন্টার (ডিটিসি)।

সড়ক নিরাপত্তাবিষয়ক সংলাপের সঞ্চালনা করেন সাংবাদিক পার্থ সারথি দাস। এতে স্বাগত বক্তব্য দেন ডিটিসি চেয়ারম্যান নুর নবী শিমু। আলোচনা করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি প্রমুখ।

বক্তারা বলেন, এখন দুর্ঘটনার ধরণ বদলেছে। মুখোমুখি দুর্ঘটনার চেয়ে পেছন থেকে আঘাতের ঘটনা ঘটছে বেশি। এতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। 

তারা বলেন, সড়ক নিরাপদ করতে হলে কমপক্ষে ৬৭ লাখ চালককে প্রশিক্ষণের আওতায় আনতে হবে। সংশ্লিষ্ট সংস্থার অবহেলার কারণে এই করোনাকালেও সড়ক দুর্ঘটনা বাড়ছে। এ অবস্থার পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাকে এগিয়ে আসতে হবে এবং এই খাতে বিনিয়োগ বাড়াতে হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর