শুক্রবার, ১২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
কবিতা

রাজার দিঘি

মঈনুস সুলতান

তখনো রেলগাড়ীর হয়নি চল

মজেনি রাজার দিঘি-রোহিতের রাঙা লাস্যে ভরা জল,

ডানায় আকাশ গঙ্গার বাতিঘর ছুঁয়ে

দিঘিতে নামে তুন্দ্রার তিনটি সোয়ান,

পাখসাটে ভাঙে মোনাজাতরত দরবেশের গভীর ধেয়ান;

দূরের মানুষ তিনি... বহুদিন হয় ছেড়েছেন ঘর

স্মৃতিনামায় তার বালুকা চিত্রময় দেশের খবর;

 

খুব কী বেশি আগের কথা-

খানিক সত্য খানিক যাদুময় রাস্তবতা,

সিপাহী যুদ্ধের সৈনিক... হাতে তার তারকার তরবাসী

বাঁধে বটের ডালায় অশ্ব-

জটাজুট সন্ন্যাসী এক ত্রিশূলে গেঁথে দূর্বা ঘাস

ছড়ায় সর্বভূতে তন্দুল ছাই-ভস্ম;

 

কোন সে রাজা কবে খুঁড়েছে জলের সাবুজিক নহর

জেনে ফায়দা কী এসব সমাচার,

আকাশ পরেছে নক্ষত্রের মেহদী... প্রতিফলনে ভাসে

গুপ্তধনের ভেলা... পিতলের কলসীতে কঙ্কনের ঝংকার!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর