বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ইমার্জিং এশিয়া কাপ

ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের যুবারা

ক্রীড়া প্রতিবেদক

এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতকে ৩ রানে হারিয়েছে পাকিস্তানের যুবারা।

একই মাঠে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিজয়ী দল শনিবার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।

গতকাল পাকিস্তানের দেওয়া ২৬৮ রানের টার্গেটে খেলতে নামে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের পথেই ছিল। শেষ ৫ ওভারে ভারতের দরকার ছিল মাত্র ২৬ রান, হাতে ছিল ৫ উইকেট। কিন্তু তারা পারেনি। এমনকি শেষ ওভার পর্যন্ত জয়ের সম্ভাবনা ছিল তাদের। দরকার ৮ রান, হাতে ৩ উইকেট। কিন্তু ২৬৪ রানেই আটকে যায় ভারতের ইনিংস।

 শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান, উইকেট ছিল ৩টি। পেসার আমাদ বাটের দারুণ বোলিংয়ে ওই ওভার থেকে এসেছে কেবল চারটি সিঙ্গেল।

 

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান ইমার্জিং : ২৬৭/৭ (৫০ ওভার) (ওমাইর ৬৬, বদল ৪৭*,  হায়দার ৪৩; শিবাম ২/৫৩, দুবে ২/৬০, হৃত্বিক ২/৫৯)।

ভারত ইমার্জিং : ২৬৪/৮ (৫০ ওভার) (সানভির ৭৬, আরমান ৪৬, শরত ৪৭; হাসনাইন ২/৬১, বদর ২/৫৭, উমের ১/২৫)।

ফল : পাকিস্তান ৩ রানে জয়ী।

ম্যাচসেরা : উমের ইউসুফ।

সর্বশেষ খবর