জিম্বাবুয়েতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেই অলরাউন্ডিং পারফরম্যান্সে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে পরের ম্যাচেই দক্ষিণ আফ্রিকার যুবাদের কাছে সিরিজে প্রথম হারে আজিজুল হাকিম তামিমের দল। ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টাইগার যুবারা। পরের ম্যাচেই জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছে লাল-সবুজের দল। হারারেতে স্বাগতিকদের মাত্র ৮৯ রানে অলআউট করে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে আজিজুল-ইমনরা। বড় ব্যবধানের এ জয়ে দুই ম্যাচ বাকি থাকতেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মূলত ম্যাচে ২৭ রানে ৪ উইকেট নিয়ে টাইগার যুবাদের জয়ের ভিত গড়ে দেন ইকবাল হোসেন ইমন।
প্রথমে ব্যাট করতে নেমে ২২.৩ ওভারে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের যুবারা। শুরু থেকেই ইকবাল হোসেন ইমনের পেসের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার কুপাকওয়াসি মুরাদজিকে ফিরিয়ে শুরু করেন ইমন। এরপর ফেরান টপঅর্ডারের আরও দুই ব্যাটার লিরয় চিওয়াউলা, কিয়ান ব্লিগনটকে। বাকিদের যাওয়া আসার ভিড়েও একপ্রান্ত আগলে রাখা ওপেনার নাথানিয়েল হ্লাবানগানাকে আউট করেন স্পিনার সানজিদ মজুমদার। ২৬ রান করা এ ব্যাটারকে রিজান হাসানের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান তিনি। এরপর মিডল অর্ডারে দলের হয়ে সর্বোচ্চ ২০ রান করা উইকেটরক্ষক ব্যাটার ব্র?্যান্ডন এনডিওয়েনি ফেরান স্পিনার স্বাধীন ইসলাম। জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তিও টানেন ইমনই। শেষ ব্যাটার হিসেবে ইমনের বলে এলবিডব্লিউয়ের শিকার হন শেল্টন মাজভিতোরেরা। ৬.৩ ওভারে ২৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ইমন। দুটি করে উইকেট নেন সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম। রান তাড়া করতে নেমে মাত্র ৫ রানে ভাঙে ওপেনিং জুটি। রান শূন্য রিফাতের ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৩৪ রানের জুটি গড়েন অধিনায়ক আজিজুল ও কামাল সিদ্দিকী। ২০ রানে ফেরেন কালাম। এরপর রিজান হাসানকে নিয়ে তৃতীয় উইকেটে অপরাজিত ৫২ রানের জুটিতে মাত্র ১৫.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৯ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন তামিম আর ২৬ বলে ২১ রানে রিজান। বাংলাদেশের এ জয়ে ফাইনাল নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকারও। চার ম্যাচে দুই দলের সমান ৬ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে বাংলাদেশ। স্বাগতিক জিম্বাবুয়ে জিততে পারেনি একটি ম্যাচও। ফাইনালের দুই দল চূড়ান্ত হলেও টুর্নামেন্টের প্রাথমিক পর্বে আরও এক রাউন্ডে দুটি করে ম্যাচ বাকি আছে সব দলেরই।