সকালে উইকেট দেখেই একাদশ সাজিয়েছে দুই দল। অন্য যে কোনো সময়ের চেয়ে মিরপুরের এবারের উইকেটের বাউন্স অনেক বেশি। সেটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন লঙ্কান বোলাররা। উইকেটের বাউন্সকে কাজে লাগিয়ে স্বাগতিক বাংলাদেশকে ২৩২ রানে গুটিয়ে দিয়েছেন লাকমাল ও ইরাঙ্গা। দুজনের গতি, বাউন্সের সঙ্গে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া পেড়ে উঠেননি আর কোনো ব্যাটসম্যানই। ঘরের মাঠ হওয়া সত্ত্ব্বেও প্রথমদিনে গুটিয়ে যাওয়ার জন্য সাবেক অধিনায়ক সাকিব দুষেছেন ব্যাটসম্যানদের। সকালের ময়েশ্চারকে পুরোপুরি কাজে লাগান দুই লঙ্কান পেসার। গতি, বাউন্সের মিশেলে স্বাগতিক ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন তারা। তাদের সাঁড়াশি আক্রমণের মুখে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং লাইন। হারিয়ে বসে ৫৯ রানে ৪ উইকেট। সেখান থেকে সাকিব ও টাইগার অধিনায়ক মুশফিক যোগ করেন ৮৬ রান। দুই ব্যাটসম্যান যখন ব্যাটিং করছিলেন, তখন উইকেটের আচরণকে সাবলীল মনে হয়েছে। বক্তিগত ৫৫ রানে লেগ বিফোরের ফাঁদে পড়া সাকিব গতকাল পোস্ট ম্যাচে সেটা স্বীকারও করেছেন, 'আমি যতক্ষণ ব্যাটিং করেছি, আমার কাছে উইকেটকে ভালো মনে হয়েছে। আমি মনে করি আমাদের পৌনে চারশ রান করা উচিত ছিল। কিন্তু আমাদের ব্যর্থতায় সেটা হয়নি। আমার বিশ্বাস, এই উইকেটে রান পাওয়া খুব সহজ ছিল। ঠিক ততটাই কঠিন ছিল উইকেট পাওয়া।' উইকেটের বাউন্সকে কাজে লাগিয়ে প্রতি ওভারেই এক-দুটি বাউন্সার হাঁকিয়েছেন লঙ্কান পেসাররা। তবে অধিকাংশ সময়ই শর্ট বল করেছেন তারা। সেটার সঙ্গে মানিয়ে নিতে পারেনি টাইগার ব্যাটসম্যানরা। অবশ্য বল সিলেকশনে সমস্যা হয়েছে ব্যাটসম্যানদের। সাকিব মনে করেন প্রতিপক্ষের বোলাররা যতটা ভালো বোলিং করেছেন, ঠিক ততটাই বাজে ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা, 'ওরা ভালো বোলিং করেছে। আমরা বাজে ব্যাটিং করেছি। অবশ্য আমি মনে করি তারপরও দুই দলের ভালো ও মন্দের মিশেলের পারফরম্যান্স ছিল। খেয়াল করলে দেখবেন, প্রথম ৮-১০ ওভারে উইকেট (৩৫/১, ৯.৩ ওভার) পড়েনি তার মানে উইকেটে যে সমস্যা ছিল সেটা নয়। তারা আমাদের বিট করেছে সেটা ঠিক নয়। আমরা উইকেট বিলিয়ে দিয়েছি। ব্যাটসমানরা পারেনি। এখন বোলারদের দায়িত্ব বেড়ে গেছে।' মার্শাল আইয়ুব, মুশফিকুর রহিম ও নাসির হোসেনের আউট নিয়ে প্রশ্ন উঠেছে। এ বাপারে সাকিব বলেন, 'এগুলো আম্পায়ারের সিদ্ধান্ত। সিদ্ধান্ত তারাই দেন। টেলিভিশন রিপ্লেতে অনেক সময় দেখা যায়, সিদ্ধান্ত ভুল ছিল। এসব নিয়ে আসলে কোনো মন্তব্য করা ঠিক নয়। অবশ্য নাসিরের সিদ্ধান্তটা অন্যরকম হতে পারত।' উইকেটের বাউন্স নিয়ে বলেন, 'খাটো লেন্থে বল করবে এটা ওদের পরিকল্পনা ছিল। কিন্তু শর্ট বলে আমাদের কয়টি উইকেট পড়েছে? মুমিনুল, নাসির হোসেন। নাসিরের সিদ্ধান্তটা অন্যরকম হতে পারত। মুমিনুলেরটা সামনে থেকে লাফিয়ে উঠেছে।' গতকাল বাংলাদেশ প্রায় দুই বছর তিন পেসার নিয়ে ঘরের মাঠে খেলেছে। এ বিষয়ে বলেন, 'এটা টিম ম্যানেজম্যান্টের বিষয়।'
শিরোনাম
- নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব : তারেক রহমান
- মাগুরা পৌর কবরস্থানের মূল্যবান ৯২ লাইট চুরি
- সমমনা দল গুলোর সঙ্গে তারেক রহমানের মতবিনিময়
- আমাদের কিছু বন্ধু আওয়ামী ভাষায় কথা বলছেন : মাসুদ সাঈদী
- সৌর প্যানেলে অনুদানের ৭ বিলিয়ন ডলার বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
- ফটিকছড়িতে বৈদ্যের গলাকাটা লাশ উদ্ধার
- অভ্যুত্থান-পরবর্তী যারা বদলাতে পারবে না, আগামী দিনে তারা প্রাসঙ্গিক থাকবে না : সাকি
- তৃষ্ণার হ্যাটট্রিকে তিমুরকে ৮ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- চীনের দেওয়া রোবোটিক হাত-পায়ে নতুন জীবন পেয়েছেন আহতরা : স্বাস্থ্য উপদেষ্টা
- অ্যাম্বুলেন্সে করে লাশ এনে ফেলা হয় ইনানী সৈকতে, চাঞ্চল্য
- রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭
- দ্বিগুণ শুল্কে ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করলো অ্যামাজন-ওয়ালমার্ট
- গান-বাজনায় মুখরিত এক আনন্দময় বিদ্যালয়ের গল্প
- গাজা নিয়ন্ত্রণের পরিকল্পনা বন্ধে ইসরায়েলের প্রতি জাতিসংঘের আহ্বান
- এখনো অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক
- জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোট চায় কিছু রাজনৈতিক দল : মেজর হাফিজ
- ‘গুণ্ডাকে এক ইঞ্চি ছাড় দাও, সে এক মাইল নিয়ে নেবে’
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
- এক ইরানি নারীর বিরুদ্ধে ১১ স্বামীকে হত্যার অভিযোগ
- সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যে...
ব্যাটিং উইকেটে ব্যর্থ ব্যাটসম্যানরা
ক্রীড়া প
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

প্রসব যন্ত্রণাকাতর নারীকে হাসপাতালে পাঠাল পুলিশ, ফুটফুটে সন্তানের জন্ম
৩৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

অভ্যুত্থান-পরবর্তী যারা বদলাতে পারবে না, আগামী দিনে তারা প্রাসঙ্গিক থাকবে না : সাকি
১ ঘণ্টা আগে | রাজনীতি