আইসিসির আর্থিক ও প্রশাসনিক কাঠামোতে বড় মাপের রদবদলের প্রস্তাব নিয়ে দুবাইতে আজ থেকে যে বৈঠক শুরু হতে যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই সেখানে সেই প্রস্তাব সমর্থন করার জন্য জোরালো প্রস্তুতি নিয়েই গেছে। বস্তুত পাকিস্তান বা বাংলাদেশের মতো ভারতের বহুদিনের মিত্র ক্রিকেট বোর্ডগুলো এই পরিবর্তনের ঘোরতর বিরোধী, এটা জানা সত্ত্বেও বিসিসিআই বলছে এই প্রস্তাব কার্যকর করতেই হবে আর তার কারণ পুরোপুরি অর্থনৈতিক। ক্রিকেটবিশ্বে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে হাত মিলিয়ে ভারত বাকি দেশগুলোর ওপর ছড়ি ঘোরাচ্ছে এমন অভিযোগও মানতে নারাজ তারা। বিসিসিআইয়ের হিসেব বলছে, লর্ড উলফ আর ম্যানেজমেন্ট সংস্থা প্রাইসওয়াটার হাউস কুপাসের তৈরি করা রিপোর্ট মেনে যদি আইসিসি-র কাঠামোতে পরিবর্তন করা হয় তাহলে ২০১৫ থেকে ২০২৩ এই কয়েক বছরে আইসিসি-র মোট রাজস্ব আদায় হবে আড়াইশো কোটি ডলার। আর তার ফলে ভারতীয় বোর্ড এই সময়সীমার মধ্যে অন্তত ৩৬০০ কোটি রুপি বাড়তি উপার্জন করতে পারবে, যা পৃথিবীর সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের পক্ষেও উপেক্ষা করা কঠিন। এই কারণেই গত সপ্তাহে ভারতীয় বোর্ড যখন এই প্রস্তাব নিয়ে চেন্নাইতে আলোচনায় বসেছিল, বোর্ডের প্রায় কোনো কর্মকর্তাই তার বিরোধিতা করেননি।