ক্রিকেটকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তাদের নিয়ন্ত্রণে আনতে যে প্রস্তাবনা তৈরি করা হয় তা নিয়ে অবশ্য গতকাল আইসিসি সভায় প্রথম দিনে আলোচনা হয়নি। বিশেষ করে সবচেয়ে আলোচিত টেস্টে দ্বি-স্তরের প্রস্তাবটিই সভায় তুলতে দেয়নি ভারত। ভারতকে সমর্থন দিয়ে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডও প্রস্তাবটি না তোলার আহ্বান জানায়। প্রস্তাব মুলতবি হলেও এ নিয়ে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। সাবেক বিশ্ববিখ্যাত ক্রিকেটার ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাবেক পাঁচ সহসভাপতি ম্যালকমগ্রে, ম্যালকম স্পিড, এহসান মানি, শাহরিয়ার খান ও তৌফিক জিয়া আইসিসি পূর্ণ সদস্যভুক্ত দেশগুলোর কাছে মেইল করে অনুরোধ করেছেন তিন দেশের প্রস্তাবের কাছে কেউ যেন মাথা নত না করে। আইসিসির আরেক সাবেক সভাপতি ভারতের জগমোহন ডাল মিয়া তাদের সঙ্গে এক হয়ে মেইল না পাঠালেও তিনি যে প্রস্তাবের পক্ষে নেই তা কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার গতকাল ইঙ্গিত দিয়েছে। এ পত্রিকায় উল্লেখ করা হয় পাঁচ সাবেক সভাপতি ফোন করে ডাল মিয়াকে তাদের এ বিরোধিতায় সমর্থন দেওয়ার আহ্বান জানান। যেহেতু প্রস্তাবটি ভারতীয় বোর্ডের তাই প্রকাশ্যে বিরোধিতা থেকে তিনি দূরে থাকেন। তবে তিনি যে এ ধরনের প্রস্তাব মেনে নিতে পারছেন না তার এক মন্তব্যে স্পষ্ট হয়ে যায়। আগে দেখেন না আইসিসি সভায় এ প্রস্তাব টিকে কিনা। কারণ অন্যরা তিন দেশের মোড়লগিরি মানবে না। তিনি বলেন, কেউ চাইবে না ইচ্ছা করে নিজের বিপদ ডেকে আনতে। ডাল মিয়া বলেন, আমি চাই সবার সঙ্গে মিলেমিশে থাকতে। অযথা সম্পর্ক নষ্ট করলে আমারও তো বিপদ হতে পারে। এ ধরনের বক্তব্যের পর আর কি কারও সন্দেহ থাকে ডাল মিয়া প্রস্তাবের পক্ষে না বিপক্ষে।