কালকের দিনটি ছিল লঙ্কান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের। সারা দিন ব্যাটিং করে দলকে অসীম এক উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আদায় করে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। তাছাড়া কাল অ্যালান বোর্ডারকে টপকে গেছেন জয়াবর্ধনে। তিনি এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সপ্তম সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। টেস্টে অ্যালান বোর্ডারের মোট রান ১১,১৭৮ জয়াবর্ধনের রান ১১,২৩৬।
টেস্ট ক্যারিয়ারে লঙ্কান ব্যাটসম্যানের এটি ৩৩তম সেঞ্চুরি। কুমার সাঙ্গাকারারও টেস্টে সেঞ্চুরির সংখ্যা ৩৩টি। সেঞ্চুরি নিয়ে দুই লঙ্কান ব্যাটসম্যানের মধ্যে যেন একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। অবশ্য এই প্রতিযোগিতাকে উপভোগ করছেন জয়াবর্ধনে। কাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'এটা অবশ্যই একটা ভালো প্রতিযোগিতা। দলের জন্য খুবই ভালো। আমি চেষ্টা করব পরের ম্যাচেও ভালো করতে। তবে পরের ম্যাচেই সাঙ্গাকারাকে টপকে যাওয়ার ইঙ্গিত দিলেন জয়াবর্ধনে। 'আরেকটি ম্যাচ তো আছে। দেখা যাক, কি হয়। আমার লক্ষ্য থাকবে পরের ম্যাচেও বড় ইনিংস খেলা।'
কাল সারা দিন ব্যাটিং করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। জয়াবর্ধনে বলেন, 'সকালে খেলতে একটু সমস্যা হচ্ছিল। তাই প্রথম দিকে দেখেশুনে ধীরে ধীরে খেলেছি। তারপর সব ঠিক হয়ে গেছে। আমার লক্ষ্য একটাই ছিল রান করা। বড় ইনিংস খেলতে আমার ভালো লাগে।' আট নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন আরেক লঙ্কান ব্যাটসম্যান বিথানাগে। এটি তার টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। কাল তার সঙ্গে ১৭৬ রানের অপরাজিত জুটি গড়েন জয়াবর্ধনে। বিথানাগের সঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, 'ও খুবই ট্যালেন্ট ব্যাটসম্যান। রান করার জন্য ক্ষুধার্ত ছিল। তাছাড়া বিথানাগের আত্মবিশ্বাসও ছিল অনেক বেশি।'
ছয় উইকেটে ৭৩০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৪৯৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শেষ বিকালে নেমেই উইকেট বিলিয়ে দিয়ে আসেন ওপেনার তামিম ইকবাল। মাত্র ১১ রান করেছেন তিনি। তামিমের আউট সম্পর্কে মাহেলা বলেন, 'তামিম আগ্রাসী ব্যাটসম্যান। ওর উইকেটটা দরকার ছিল। তামিম উইকেটে থাকা মানেই আমাদের জন্য বিপজ্জনক।'