জোর বাঁচা বেঁচে গেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। 'বিগ থ্রি' ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবিত 'পজেশন পেপার' যদি আইসিসির সভায় পাস হতো, তাহলে আগামী আট বছর টেস্ট খেলার সম্ভাবনা শেষ হয়ে যেত বাংলাদেশের। কিন্তু আইসিসির দুদিনব্যাপী সভার প্রথমদিন দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পাশে পাওয়ায় বেঁচে যায় টেস্ট খেলুড়ে সবচেয়ে নবীন দেশটি। অবশ্য দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাবের বিপক্ষে সভা শুরুর আগেই বিরোধিতার চিঠি দিয়ে জোরালো অবস্থান নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার বিরোধিতার ফলেই পাস হয়নি দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাব। দেশের টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে বাঁচিয়ে রেখে দুবাই থেকে আজ সকালে ঢাকায় পা রাখছেন বিসিবি সভাপতি। তাকে রিসিভ করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিসিবির কর্মকর্তাদের। শীতের সকালে উপস্থিত হতে হবে বলে অনেকেই নাখোশ। যদিও মুখে কিছু বলছেন না। তারপরও তাদের ভাষ্য, দেশের টেস্ট ক্রিকেটের জন্য বড় অবদান রাখলেও এভাবে রিসিভ করতে যাওয়ার কোনো মানে নেই।
দুবাইয়ে বাংলাদেশের দুই প্রতিনিধি উড়ে গিয়েছিলেন অদূর ভবিষ্যতে টেস্ট না খেলার শঙ্কা নিয়ে। কিন্তু সভার প্রথম দিন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বাংলাদেশসহ চার দেশ। আর তাতে পিছু হটে 'থ্রি বিগ'। 'থ্রি বিগ'র অন্যতম ভারত দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট খেলার প্রস্তাব রাখলেও, তাদের মুল আলোচ্য বিষয় ছিল রেভিনিউ। সেটা তারা আদায় করে নিয়েছে আইসিসি থেকে। তাদের জোরালো দাবির মুখে আইসিসির তার বার্ষিক রেভিনিউ ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে সর্বোচ্চ পরিমাণে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাকি সাত দেশের মধ্যে অর্থ সমবন্টন করবে বলে জানায়। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। তারপরও মান বেঁচেছে বাংলাদেশের। এফটিপি বাদ হয়ে ভবিষ্যতে বাইলেটারাল সিরিজি হলেও টেস্ট খেলার সুযোগ থাকছে বাংলাদেশের। তাই ২১ পাতার প্রস্তাবের অন্য কোনোটি নিয়ে উচ্চবাচ্য করেনি।
দুবাইয়ে নেওয়া সিদ্ধান্তগুলো ছিল প্রাথমিক। এটা চূড়ান্ত হতে পারে আগামী মাসে সিঙ্গাপুরে। দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেটের প্রস্তাবটি ছিল মূলত ইংল্যান্ডের। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয় ইংল্যান্ড। তাকে সমর্থন দেয় অস্ট্রেলিয়া। যদিও প্রস্তাবটি এসেছিল তিন দেশের কাছ থেকে।