বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসি। তাকে সেরা মানতে নারাজ নন কেউই। কিন্তু খোলার পাশাপাশি তিনি জয় করেছেন বিশ্বের প্রায় সকল ফুটবলবোদ্ধা এবং খেলোয়াড়ের হৃদয়ও। তাইতো বার্সা ছাড়ার পূর্বে বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছিলেন, আমি মেসিকে চেয়েছিলাম সেরা বানাতে সেই আমাকে সেরাদের সেরা বানিয়ে ছাড়লো।
আর এবার মেসিকে মেসিকে লাইমলাইটে আনলেন ম্যানসিটির জামান তারকা স্ট্রাইকার লেরয় সানে। তিনি জানালেন, ম্যানসিটি কোচ গার্দিওলা তাকে সবসময় মেসিকে অনুকরণ করার কথা বলেন।
ম্যানসিটির স্ট্রাইকার লেরয় সানে বলেন, গার্দিওলা আমার খেলায় আমুল পরিবর্তন এনেছেন। তিনি আমাকে সব সময় মেসিকে দেখে শিক্ষা নিতে উৎসাহ দেন। আমি আগে শুধু ড্রিবলিংয়ের ওপর গুরুত্ব দিতাম। ২০১৬ সালে যখন ম্যানসিটিতে যোগ দিলাম, গার্দিওলা আমার খেলা গভীরভাবে লক্ষ্য করলেন। আমার প্রত্যেকটি মুভমেন্ট তিনি গভীরভাবে দেখতেন। এরপর তিনি আমাকে মেসির কাছ থেকে শিক্ষা নিতে উৎসাহ দিলেন।
সানে আরও বলেন, পেপ আমার প্রতিটি পদক্ষেপ ভাল করে দেখেন। আমি কিভাবে দৌঁড়াই, কিভাবে ডিফেন্স করি, কিভাবে প্রতিপক্ষের খেলোয়াড় থেকে নিরাপদে রাখি, এসব কিছুই তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এরপর তিনি আমাকে পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ