বেঙ্গালুরুতে শনিবার থেকে শুরু হয়েছে আইপিএল নিলাম। দু'দিনের ধরে নিলামে ৫৭৮জন ক্রিকেটারের দর হাঁকাবে ৮টি ফ্র্যাঞ্চাইজি। তাদের মধ্যে ভারতের ৩৬১ জন।
এবারের নিলামে সকলের চোখ থাকবে বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, মিচেল স্টার্ক, ক্রিস গেইল, ডোয়েন ব্রাভোর মতো ক্রিকেটারের দিকে। তবে তার থেকেও বেশি আগ্রহ ছড়িয়েছে সদ্য কলকাতা নাইটরাইডার্স ছাড়া গৌতম গম্ভীরের দিকে।
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল নিলামের ইতিহাসে এবারই প্রথম এতবড় আয়োজন করা হয়েছে। ভারতের ক্রিকেটাররা ছাড়াও এবারের আইপিলে নিলামে উঠবে ইংল্যান্ডের ২৬, অস্ট্রেলিয়ার ৫৮, নিউ জিল্যান্ডের ৩০, দক্ষিণ আফ্রিকার ৫৭, শ্রীলঙ্কার ৩৯, আফগানিস্থান ১৩, বাংলাদেশ ৮ ও জিম্বাবয়ের ৭ জন ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্স তুলে নিয়েছে অজি পেসার মিচেল স্টার্ককে। ৯ কোটি ৪০ লাখে নাইটদের দলে এলেন স্টার্ক। তবে গৌতম গম্ভীরকে দলে নেওয়ার কোনও চেষ্টাই করেনি তারা। কেকেআরের সাবেক অধিনায়ক ২ কোটি ৮০ লাখে গেলেন দিল্লি ডেয়ারডেভিলসে। এছাড়া অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে ৯ কোটিতে কিনে নিয়েছে দিল্লি।
শিখর ধাওয়ানের দর উঠল ৫.২ কোটি। তাকে নিজেদের ঝুলিতেই রাখল সানরাইজার্স হায়দ্রাবাদ। সাকিব আল হাসানকেও ২ কোটি টাকায় কিনেছে এই দলটি। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনকেও দলে নিয়েছে তারা। তাঁর দাম ৩ কোটি।
৫ কোটি ৪০ লাখে রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখল ক্যারিবিয়ান অলরাউন্ডার কিয়েরন পোলার্ডকে। রবিচন্দ্রন অশ্বিনকে ৭.৬ কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পাঞ্জাব। যুবরাজ সিংকে ২ কোটিতে কিনেছে তারা।
দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিকে ১.৬ কোটি টাকায় ধরে রাখল চেন্নাই সুপার কিংস। রাইট টু ম্যাচ কার্ড দেখিয়ে ফাফ ডু প্লেসিস ও ডোয়েন ব্রাভোকে রাখল চেন্নাই সুপার কিংস। হরভজন সিংকে তুলে নিয়েছে তারা। একইভাবে ৪ কোটিতে অজিঙ্কা রাহানেকে রেখে দিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে, বেন স্টোকসকে ১২.৫ কোটি টাকায় কিনল রাজস্থান রয়ালস।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর