এবারের আইপিএলের নিলামে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ১২.৫ কোটি পেলেও কম গেলেন না ভারতীয় ক্রিকেটাররা। ১১ কোটি দাম পেলেন মণীশ পাণ্ডে ও লোকেশ রাহুল। একনজরে দেখে নেওয়া যাক এবারের নিলামে ভারতীয় ক্রিকেটাররা নিয়ে কেমন দাম পেলেন-
লোকেশ রাহুল-
আইপিএল দুরন্ত পারফরম্যান্সই তাঁকে ভারতীয় দলে জায়গা করে দেয়। নিলামে চমকে দিলেন এই তরুণ ক্রিকেটার। রাহুলকে ১১ কোটি টাকায় তুলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব। বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিং রাহুলের প্লাস পয়েন্ট।
মণীশ পাণ্ডে-
রাহুলের মতো নিলামে শোরগোল ফেলে দিলেন মণীশ পাণ্ডে। তার বেস প্রাইস ছিল ১ কোটি। তিনিও এবার রাহুলের মতো ১১ কোটির ক্রিকেটার। গত কয়েকটি মৌশুম কলকাতা নাইট রাইডার্সে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।
কেদার যাদব-
একটু বেশি বয়সে ভারতীয় দলে সুযোগ পেলেও টি-টুয়েন্টিতে বেশ কদর এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। বলটাও করতে পারেন। আইপিএলে কেদারও রেকর্ড দাম পেলেন। ৭.৮ কোটি টাকায় তাকে কিনে নিল চেন্নাই সুপার কিংস। গতবার বেঙ্গালুরুতে ছিলেন কেদার।
করুণ নায়ার-
শেবার পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। গত মৌশুমে দিল্লির হয়ে ভাল খেলেছিলেন। মিডল অর্ডার ব্যাটসম্যানকে ৫.৬ কোটি টাকায় কিনে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর