এফএ কাপের চতুর্থ রাউন্ডে আলেক্সিস সানচেজের অভিষেক ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার রাতে ইয়োভিল টাউনের বিপক্ষে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ সুপার জায়ান্টরা।
ম্যানইউর হয়ে মারকাস র্যাশফোর্ড (৪১), আনদের হেরারা (৬১) জেসে লিঙ্গার্ড (৮৯), রোমেলু লুকাকু (৯০+৩) গোল করেছেন।
এদিন পুরো ম্যাচের বেশির ভাগ সময় ম্যানইউর কাছেই নিয়ন্ত্রণে ছিলো বল। চার গোলের দুটিতে অ্যাসিস্ট করেন সানচেজ। এছাড়া আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করে দেন তিনি। সানচেজের অ্যাসিস্ট থেকেই ম্যাচের ৪১ মিনিটে লিড পায় দল। প্রথম গোলটি করেন র্যাশফোর্ড।
পরে বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন হেরেরা। সানচেজের বাড়ানো বল জালে জড়ান স্প্যানিশ এই তারকা। ম্যাচের ৮৯ মিনিটে লিনগার্ড ও অতিরিক্ত সময়ের তিন মিনিটে লুকাকু গোল করলে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা দলটি।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ