ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বস্ত লঙ্কান ব্যাটিং লাইনআপ। টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামে লঙ্কনরা। তবে টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে অশহায় লঙ্কন ব্যাটসম্যানরা। অবশেষে ২২১ রানে থামে শ্রীলঙ্কা।
এদিকে লঙ্কান শিবিরে শুরুতেই আঘাত হানেন মেহেদী। দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। মেহেদীর ঘূর্ণিতে ৬ রানে বিদায় নেন ওপেনার দানুশকা গুনাথিলাকা। পরে কুশল মেন্ডিসকে বিদায় জানান অধিনায়ক মাশরাফি। ২৮ রান করে মাহমুদুল্লাহর তালুবন্দি হন তিনি।
এরপর দলের হাল ধরেন উপুল থারাঙ্গা ও নিরোশান ডিকভেলা। তাদের ব্যাটে বড় সংগ্রহের দিেকেই এগুতে থাকে টিম শ্রীলঙ্কা। কিন্তু তাতে আঘাত হানেন সাইফুদ্দিন। দলীয় ১১৩ রানে ডিকভেলাকে ফেরান তিনি। ব্যক্তিগত ৪২ রানে সাব্বির রহমানের তালুবন্দি হন তিনি।
তবে ব্যাট হাতে একাই যুদ্ধ চালিয়ে যান থারাঙ্গা। কিন্ত শেষ রক্ষা হয়নি তার। অর্ধশতক করে মুস্তাফিজের বলে বোল্ড হন তিনি। ৯৯ বলে ৫৬ রান করেন এই ওপেনার।
এরপর চলে রুবেলের তাণ্ডব। ২ রানে থিসারা পেরেরাকে ফেরান টাইগার পেসার রুবেল। তামিম ইকবালের তালুবন্দি হন তিনি। দলীয় ১৬৩ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার। এরপর আসেলা গুনারত্নেকে ৬ রানে বিদায় করেন রুবেল। চান্দিমালকেও ৪৫ রানে ফেরান এই পেসার।
আকিলা ধনঞ্জয়াকে ১৭ রানে ফেরান মুস্তাফিজ। এরপর মাদুশানাকাকে ৭ রানে বিদায় জানা রুবেল। আর শেষে রান আউট হন সুরঙ্গা লাকমাল।
টাইগারদের হয়ে ১০ ওভারে ৪৬ রানে ৪ উইকেট নেন রুবেল।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলঙ্কার দল
উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশানাকা।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ