ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-বাংলাদেশ। টস জিতে ব্যাট হাতে ২২১ করেছে শ্রীলঙ্কা। তবে এরই মধ্যে দু:সংবাদ এসেছে টাইগার শিবিরে। ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের কণিষ্ঠ আঙুলের নিচে ব্যথা পাওয়ায় গুরুত্বপূর্ণ এই ম্যাচের বাকিটুকু হয়তো খেলতে পারছেন না টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এ ব্যাপারে বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘আঙ্গুল ভেঙ্গেছে কী না আমরা জানি না। বাইরে থেকে বোঝা যাচ্ছিলে না। এখন এক্সরে করে দেখবে। আজকের ম্যাচটা খেলতে পারবে বলে মনে হয় না।’
ম্যাচের সিরিজের ফাইনালের ৪১তম ওভারে মোস্তাফিজের করা একেবারে প্রথম বলে লঙ্কান দলপতি দিনেশ চান্দিমাল সিঙ্গেল নেয়ার সময় তা ঠেকাতে সাকিব এক্সট্রা কাভার থেকে ছুটে এসে বলটি স্ট্যাম্পে থ্রো করার সময় পড়ে যান। ওই সময় নিজের পুরো শরীরের ভার হাত দিয়ে প্রতিহত করতে গেলে আঙ্গুলে চোট পান।
পরে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চোটগ্রস্থ আঙ্গুলের এক্সরে করতে তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ