ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ব্যাটিং লাইনআপে ধস নেমেছে। দ্রুতই বিদায় নিয়েছেন তামিম, মিথুন, সাব্বির। তবে এরই মাঝে অর্ধশতক পূরণ করেছেন মাহমুদুল্লাহ।
এর আগে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামে লঙ্কনরা। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে ২২১ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দ্রুতই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। তবে ব্যাট হাতে একাই যুদ্ধ চালিয়ে যান মাহমুদুল্লাহ। ৭০ বলে অর্ধশতক পূরণ করেন তিনি।
লঙ্কান বোলারদের সামনে পুরোপুরি ব্যর্থ টাইগার ওপেনাররা। দলীয় ১১ রানেই প্রথম উইকেট হারায় টাইগাররা। দুশমন্ত চামিরাে বলে আকিলা ধনঞ্জয়ার তালুবন্তদ হন তামিম ইকবাল। এর আগে ১৮ বলে ৩ রান করেন এই ব্যাটসম্যান। এরপর দলীয় ২৭ রানে রান আউট হয়ে বিদায় নেন আরেক ওপেনার মোহাম্মদ মিথুন। তিনি ২৭ বলে ১০ রান করেন।
এরপর তৃতীয় উইকেটের পতন ঘটে দলীয় ২২ রানে। দুশমন্ত চামিরার বলে আসেলা গুনারত্নের হাতে ধরা পড়েন সাব্বির রহমান। তিনি বিদায় নেন ২ রানে।
পরে মুশফিক ও মাহমুদুল্লাহ জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে থাকলে তাতে বাধা হয়ে দাঁড়ায় ধনঞ্জয়া। মুশফিককে ২২ রানে ফেরান তিনি। পরে মেহেদী হাসান মিরাজও দ্রুত বিদায় নেন। ধনঞ্জয়ার বলে তারই হতে ধরা পড়েন মিরাজ। তিনি করেন ৫ রান।
বিডি প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ