ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয়ের স্বাদ পেল না বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্বপ্নভঙ্গ হল টাইগারদের। আর ম্যাচ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাঠগড়ায় টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম।
লঙ্কানদের বিপক্ষে ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ রানে তিন উইকেট হারিয়ে দল যখন কঠিন চাপের মুখে তখন মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়ে হাল ধরেন মুশফিক। তাদের ব্যাটে ভর করে একটা সময়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ভক্তরা। কিন্তু হঠাৎ শুরু থেকে ভালো খেলতে থাকা মুশফিক নিজের ফেভারিট শট রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়ে যান। তার আউটের মধ্য দিয়ে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ। যদিও মুশফিকের অন্যতম ফেবারিট একটি শট রিভার্স সুইপ। কিন্তু ত্রিদেশীয় সিরিজের সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই সুইপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি।
তাই মুশফিকের এমন আউট নিয়ে খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তামিম-সাকিব-মুশফিক আমাদের সেরা খেলোয়াড়। অপ্রত্যাশিত হলেও সত্য মুশফিকের এখন বাজে সময় যাচ্ছে। একটা সময়ে সে ভালো সুইপ খেলত। তবে আজ যে উইকেটে খেলা হয়েছে সেটা সুইপ খেলার পিচ ছিল না। এখানে সুইপ খেলার কারণ আমি দেখি না। তবে সে কেন খেলেছে তা তো আমি বলতে পারব না। ওর যেহেতু এখন সুইপ খেলাটা হচ্ছে না সেহেতু না খেলাই উচিত। আবার যখন হবে তখন খেলবে। এটা নিয়ে টিম ম্যানেজমেন্টে যারা আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান