যুবরাজ সিং ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী তারকা। আইপিএলের গত অাসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি। মুস্তাফিজ ও যুবি দুজনেই ছিলেন টম মুডির শিষ্য। কিন্তু এবার নতুন করে শনিবার বেঙ্গালুরুতে নিলাম হয়েছে। যেখানে যুবি ও মুস্তাফিজ দুজনেই হায়দরাবাদ ছেড়ে দিতে হয়েছে।
মুস্তাফিজকে ২.২ কোটি রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। আর যুবরাজ সিং ফিরে গেছেন তার পুরনো জায়গায়, প্রীতি জিনতার কাছে তথা কিংস ইলেভেন পাঞ্জাবে। তবে মুস্তাফিজ থেকেও কম দামে। মাত্র ২ কোটি রুপিতে যুবিকে কিনে নিয়েছেন প্রীতি জিনতা।
উল্লেখ্য, আইপিএলের প্রথম দুই মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাবের আইকন প্লেয়ার ও অধিনায়ক ছিলেন যুবরাজ সিং।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান