আইপিএলের প্রথম দিনের নিলামে বিশ্ব ক্রিকেট কাঁপানো অনেক ক্রিকেটারই দল পাননি।নিলামে তাদের নাম ডাকা হলেও কোনো দলই তাদের কিনে নিতে আগ্রহ প্রকাশ করেনি। ফলে রয়ে গেছেন অবিক্রিত।
লাসিথ মালিঙ্গা, মার্টিন গাপটিল, হাশিম আমলা, মুরালি বিজয়দের কেউ কেনেনি। শনিবার বেঙ্গালুরুতে প্রথম দিনের নিলামে উপেক্ষিত থেকে গেছেন জো রুট, জেমস ফকনার, মিচেল জনসনের মতো ক্রিকেটাররাও।
আরও পড়ুন: মুম্বাইয়ে 'কাটার মাস্টার' মুস্তাফিজ
এছাড়া নামী ক্রিকেটারদের মধ্যে আরও যারা বাদ পড়েছেন তাদের কজন হলেন- পার্থিব প্যাটেল, জনাথন বেয়ারস্টো, টিম সাউদি, ইশান্ত শর্মা, জশ হ্যাজলউড, স্যামুয়েল বদ্রির মতো ক্রিকেটাররা।
আরও পড়ুন : এবারও আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার স্টোকস
প্রথম দিনে দল পাননি যারা:
মার্টিন গাপটিল, হাশিম আমলা, মুরালি বিজয়, জো রুট, জেমস ফকনার, পার্থিব পেটেল, নামান ওঝা, জনাথন বেয়ারস্টো, স্যাম বিলিংস, মিচেল জনসন, জশ হ্যাজলউড, টিম সাউদি, ইশান্ত শর্মা, মিচেল ম্যাকলেনাগান, লাসিথ মালিঙ্গা, ইশ সোধি, স্যামুয়েল বদ্রি, অ্যাডাম জাম্পা, হুমাংশু রানা, সিদ্দেশ লাদ, শিভাম ডুব, জিতেশ শর্মা, নিখিল নায়েক, বেন ম্যাকডার্মট, আদিত্য টারে, অঙ্কুশ বাইন্স, বিষ্ণু বিনোদ, শেলডন জ্যাকসন, প্রশান্ত চোপড়া, রজনীশ গুবরানি।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ফারজানা