দারুণ সময় পার করছে পিএসজি। ধারাবাহিকভাবে চমক দেখিয়ে চলেছে নেইমার-কাভানি জুটি। আর তারই জের ধরে এবার পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন কাভানি। আর সেই ম্যাচে জোড়া গোল উপহার দিলেন নেইমার। থেমে থাকেননি ডি মারিয়াও। সব মিলিয়ে শনিবার মঁপেলিয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।
কাভানির গোলে এদিন ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। আর তাতেই নতুন রেকর্ড গড়েন তিনি। উরুগুয়ে ফরোয়ার্ডের পিএসজির জার্সিতে এটি ১৫৭তম গোল, যাতে টপকে গেছেন দলটির সাবেক তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের আগের রেকর্ড ১৫৬ গোলকে।
পরে ম্যাচের ৪০ মিনিটে দলকে দ্বিগুণ বাড়িয়ে দেন করেন নেইমার। বিরতির পর ৭০তম মিনিটে হাভিয়ের পাস্তোরের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তমাস মুনিয়ের ব্যাক পাস করেন আনহেল ডি মারিয়ার উদ্দেশে; জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। অবশেষে ম্যাচের ৮২ মিনিটে কাভানির বাড়ানো বলে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আরও একটি গোল আদায় করে নেন।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ