এবারের আইপিলে ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস সবচেয়ে বেশি মূল্যে (১২.৫০ কোটি রূপি) বিক্রি হয়েছেন। শনিবার বেঙ্গালুরু শহরে আয়োজিত প্রথম দিনের নিলামে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।
রবিবার ডাকা নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন জয়দেব উনাদকাট। তার মূল্য ধরা হয়েছে ১১.৫০ কোটি রূপি। গত বছর ২৬ বছর বয়সী এ ক্রিকেটার খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। ১২ ম্যাচ খেলে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার খেলবেন স্টোকসের দল রাজস্থানের হয়ে।
বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উনাদকাটের পরেই আছেন মনিশ পান্ডে ও কে এল রাহুল। ১১ কোটি রুপিতে তাদের কিনে নিয়েছে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/ফারজানা