শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট দলে ডাক পেয়েছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তারকা স্পিনার আব্দুর রাজ্জাক।
কিছুদিন আগে ঘরোয়া লিগে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাজ্জাক। এবার তারই পুরস্কার পেলেন হাতেনাতে। অবশ্য এক্ষেত্রে সাকিব আল হাসানের অবদান মনে হচ্ছে কম নয়। কারণ সাকিব হঠাৎ করে ইনজুরিতে পড়ায় লঙ্কানদের বিপক্ষে শক্তিশালী দল গঠন করা কঠিন হয়ে গেছে নির্বাচকদের জন্য। আর তাই সাকিবের শূন্যস্থান পূরণের জন্য দেশের অন্যতম সেরা বাম হাতি স্লো অর্থোডক্স আবদুর রাজ্জাককে দলে ডাকা হলো।
যদিও নির্বাচকরা সাকিবের পরিবর্তে দলে আরও দুই স্পিনারকে অন্তভূক্ত করার ঘোষণা দেয়। তারা হলেন বামহাতি স্পিনার সানজামুল ইসলাম এবং লেগ স্পিনার তানবীর হায়দার। তারপরও অনেক ভেবে-চিন্তে সাকিবের জায়গা পূরণ করার জন্য অবশেষে রাজ্জাককে বেছে নিলেন তারা।
২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষেই টেস্টে সর্বশেষ দেখা গিয়েছিল রাজ্জাককে। ৩৫ বছর বয়সে এবার যখন ফিরলেন তখনই সেই প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
২০০৬ সালে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় আব্দুর রাজ্জাকের। তবে ক্যারিয়ারে মাত্র ১২টি টেস্টে অংশ নেওয়ার সুযোগ হয়েছে তার। ৬৭.৩৯ গড়ে উইকেট নিয়েছেন ২৩টি। সেরা বোলিং ৯৩ রানে ৩ উইকেট।
বিডি-প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৮/মাহবুব