অ্যাশেজে হারের ক্ষত কিছুটা হলেও মোচন করতে পেরেছে ইংলিশরা। ওয়ানডে সিরিজটা নানা নাটকীয়তা ও রোমাঞ্চে নিজেদের করে নিয়েছে দাপটের সঙ্গে। ৫ ম্যাচ সিরিজের ৪টিতেই জয় পেয়েছে মরগান বাহিনী। যেন অ্যাশেজ হারের পাল্টা প্রতিশোধ নিল সমানে সমান।
অস্ট্রেলিয়ার পার্থে পঞ্চম ম্যাচে টম কারেনের বোলিং নৈপুণ্যে ১২ রানের জয় তুলে নিয়ে মধুর প্রতিশোধ নিল সফরকারীরা।
এদিন আগে ব্যাটিংয়ে নেমে অজিদের সামনে ২৬০ রানের টার্গেট দেয় ইংল্যান্ড জবাবে ২৪৭ রান তুলতেই গুটিয়ে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেছেন মার্ক স্টইনিস। গ্লেন ম্যাক্সওয়েল ও টিম পেইন দু’জনই ৩৪ রান করে আউট হন। ওপেনার ডেভিড ওয়ার্নার ১৫, ট্রাভিস হেড ২২, অধিনায়ক স্মিথ ১২, মিচেল মার্শ ১৩ রানে সাজঘরের পথ ধরেন। আর ইংল্যান্ডের হয়ে কারেন নেন পাঁচ উইকেট। তাকে যোগ্য সঙ্গ দেন মঈন আলী। স্পিন বোলিংয়ে তিনটি উইকেট শিকার করেন তিনি।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪৭.৪ ওভারে ইংল্যান্ডের সবকটি উইকেটের পতন ঘটে। শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে পারেনি তারা। ওপেনার জেসন রয় ৪৯, জনি বেয়ারস্টো ৪৪, অ্যালেক্স হেলস ৩৫, জো রুটের ব্যাট থেকে আসে ৬২। অধিনায়ক ইয়ন মরগান ৩, জস বাটলার ২১ রানে বিদায় নেন। কারেনের মতোই পাঁচ উইকেট দখল করেন অ্যান্ড্রু টাই।
বিডিপ্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৮/ ই জাহান