'রাজা' রজার। ফের একবার টেনিস দুনিয়া সাক্ষী থাকল 'যুবক' রজার ফেদেরারের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের। যুবক এই কারণেই যে, ৩৬ বছর বয়সে এসে পাঁচ সেটের দুরন্ত লড়াইয়ের পর এখনও গ্রান্ডস্লাম জেতার ক্ষমতা দেখাতে পেরেছেন সুইস তারকা।
রবিবার বছরের প্রথম গ্রান্ডস্লাম, অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেওয়া শুধু নয়, টেনিসগ্রহে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ২০টি গ্রান্ডস্লাম জেতার রেকর্ডও গড়লেন এই তারকা খেলোয়াড়। তবে জেতার পর আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। আর তখন গোটা স্টেডিয়াম যেন কুর্নিশ জানাচ্ছে 'রাজা'কে।
কোর্টে যতই লড়াই করুন, পুরস্কার নিতে গিয়ে অবশ্য চোখের পানি আর ধরে রাখতে পারেননি সুইস তারকা। গোটা গ্যালারি যখন হাততালিতে ফেটে পড়ছে তখন চোখের পানি মুছতে মুছতেই ফেদেরার বলেন, এ যেন স্বপ্ন সত্যি হলো। আরও একটা গ্র্যান্ডস্লাম জয় যে কতটা স্পেশাল, সেটা বলে বোঝাতে পারব না। আর অস্ট্রেলিয়া ওপেন আমার কাছে সব সময় স্পেশাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৮/আরাফাত