ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে আইপিএল অন্যতম। আর এরই মাঝে শেষ হয়েছে একাদশ আইপিএলের নিলাম। তবে অনেকেরই নজর দু’বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের দিকে। কেমন দল গড়ল সিএসকে!
দুই বছরের নির্বাসন কাটিয়ে ফের ভারতীয় ক্রিকেটে ‘মিলিয়ন ডলার বেবি’ টুর্নামেন্টে ফিরেছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না পেয়েছে তাদের পুরনো দল। নির্বাসন মুক্ত হয়ে আইপিএলে ফিরে শক্তিশালী দল নিয়েই ঝাঁপাতে চায় চেন্নাই সুপার কিংস।
ব্যাটসম্যান- মুরলী বিজয়, ফ্যাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, স্যাম বিলিংস, অম্বাতি রায়ডু, জগদেশন নারায়ন, ধ্রুব সোরে, চৈতন্য বিষনৈ।
বেলার- হরভজন সিং, ইমরান তাহির, মার্ক উড, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি, করন শর্মা, দীপক চাহার, মনু কুমার, আসিফ কে এম, কনিষ্ক শেঠ।
অলরাউন্ডার- ডোয়েন ব্র্যাভো, শেন ওয়াটসন, রবীন্দ্র জাদেজা, স্যান্টার, ক্ষিতিজ শর্মা।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ