শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসরের নিলাম। এই আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ দেখে শুনেই দল গড়েছে। নিলামের প্রথম দিন থেকেই মেপে পা ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, তুলে নিয়েছে সেরা ক্রিকেটারদের। পাশপাশি তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রেখে একেবারে নতুন দল গড়েছে তারা। অধিনায়ক গম্ভীরকে আরটিএম'তে দলে ফেরানোর সুযোগ থাকলেও সে পথে হাঁটেনি কেকেআর।
কেমন হল টিম কেকেআর, এক নজরে-
সুনীল নারিন (৮.৫ কোটি রুপি, রিটেন),
আন্দ্রে রাসেল (৭ কোটি রুপি, রিটেন),
মিচেল স্টার্ক (৯.৪ কোটি রুপি),
ক্রিস লিন (৯.৬ কোটি রুপি),
দীনেশ কার্তিক (৭.৪ কোটি রুপি),
রবিন উথাপ্পা (৬.৪ কোটি রুপি, আরটিএম কার্ড),
পীযুষ চাওলা (৪.২ কোটি রুপি, আরটিএম),
কুলদীপ যাদব (৫.৮ কোটি রুপি, আরটিএম),
শুভমন গিল (১.৮ কোটি রুপি),
ইশাঙ্ক জাগ্গি (২০ লক্ষ রুপি),
কমলেশ নাগারকোটি (৩.২ কোটি রুপি),
নীতিশ রানা (৩.৪ কোটি রুপি),
সিভম মাভি (৩ কোটি রুপি),
এছাড়া আরও আছেন-
ক্যামেরন ডেলপোর্ট (৩০ লক্ষ রুপি),
রিঙ্কু সিং (৮০ লক্ষ রুপি),
অপূর্ব ওয়াংখাড়ে (২০ লক্ষ রুপি),
মিচেল জনসন (২ কোটি রুপি),
বিনয় কুমার (১ কোটি রুপি),
জ্যাভন সিয়ারলেস (৩০ লক্ষ রুপি)।
বিডি প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ