অনূর্ধ্ব ১৯ রাজস্থানের কমলেশ নাগারকোটি ও পাঞ্জাবের শুভমন গিল সকলের নজর কেড়েছেন। আইপিএলের একাদশ দু’জনকেই দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে।
রবিবারের নিলামে নাগারকোটিকে ৩ কোটি ২০ লক্ষ এবং শুভমন গিলকে ১ কোটি ৮০ লক্ষ টাকায় নিয়েছে কলকাতা। এদিন নিলামে নিজের নাম উঠতে দেখে বাথরুমে ঢুকে পড়েছিলেন নাগারকোটি। সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে জানালেন, ‘ভেতরে ভেতরে একটু নার্ভাস ছিলাম। রুম পার্টনার যখন নিলাম অন করে, আমি বাথরুমে চলে যাই। যতক্ষণ বিড হয়েছে, আমি ভেতরেই বসে ছিলাম।’
আইপিএলে নাইটদের দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নাগারকোটি বলেন, ‘একবার মাঠে গিয়ে আইপিএলের ম্যাচ দেখেছিলাম। তবে টিভিতে ক্রিস লিনের ব্যাটিং দেখেছি। এবার নেটে ওঁকে বল করার সুযোগ পাব ভেবেই দারুণ লাগছে।’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর