পরপর ২ ওভারে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা ফিরে যাওয়ার পর তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত অধিনায়কের ব্যাটে জয় এবং সিরিজে সমতা। যদিও জেতার জন্য শিখর আর রোহিতকেই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচের পর কোহলি বলেন, ‘রোহিত আর শিখর যখন নিজেদের দায়িত্ব পালন করে, তখন আমাদের কাজ সহজ হয়ে যায়। ওরা যদি ছন্দ পেয়ে যায়, আটকানো মুশকিল। তিন নম্বরে এসে আমি ছন্দ ধরে রাখার চেষ্টা করেছি।’
শুধু দুই ওপেনারকেই কৃতিত্ব নয়, কোহলি প্রশংসা করে গেলেন দীনেশ কার্তিকেরও। তার কথায়, ‘ভেবেছিলাম উইকেট পরের দিকে মন্থর হয়ে যাবে। টি-২০ ক্রিকেটে যেটা হয়ে থাকে। কিন্তু সেটা হয়নি। কখনও মোমেন্টাম হারাবে, কখনও আবার জিতবে। দীনেশ কার্তিক দারুণ ব্যাটিং করেছে। একটা কথা মানতেই হবে, দক্ষতার দিক দিয়ে অস্ট্রেলিয়াকে আমরা টেক্কা দিয়েছি।’
বোলারদের কৃতিত্ব দিয়ে কোহলি বলেন, ‘বোলিংয়ে আগের দুটি ম্যাচের তুলনায় এদিন পেশাদারিত্ব দেখিয়েছি। আমরা কেমন খেলেছি, সিরিজে সমতা ফেরানোটাই তার প্রতিফলন।’
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত