ইংল্যান্ডের বার্মিংহাম শহরে ২০২২ সালে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে যুক্ত হতে পারে নারীদের টি২০ ক্রিকেট। আইসিসি সোমবার এ ব্যাপারে প্রস্তাবনা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এর অংশীদারিত্বে ওই প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ক্রিকেট ও কমনওয়েলথ অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমরা চাই ক্রিকেট কমনওয়েলথের আসরে নেতৃত্ব দিবে এবং আরও বেশি করে এ খেলায় অংশ নেয়ার বিষয়ে তরুণীদের অনুপ্রাণিত করবে। কমনওয়েলথের আসরে ক্রিকেট যুক্ত হলে তারা বিশ্বাস করতে শিখবে যে তারাও ক্রিকেট খেলতে পারে, নিজের দেশকে বিশ্ব পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে।
কমনওয়েলথ গেমসের শুধু এক আসরে ক্রিকেট অন্তর্ভূক্ত ছিল। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত সেই আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/ফারজানা