আঙুলের চোটের কারণে সব ধরনের খেলা থেকে দূরে থাকতে হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর কয়েকদিন আগে সাকিব অনুশীলনে ফিরেন। তার নেতৃত্বেই উইন্ডিজদের বিপক্ষে ৬৪ রানের অসাধারণ জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের কোচ স্টিভ রোডসও তাই সাকিবের প্রশংসায় মেতেছেন, সাকিবের প্রতি আমি শ্রদ্ধা জানাতে চাই। ফেরার টেস্টে সে যা করেছে অসাধারণ। সে এখনো শারিরীক-মানসিকভাবে পুরোপুরি খেলায় ফিরতে পারেনি। তা সত্ত্বেও অধিনায়ক হিসেবে সে মাঠে মেধার পরিচয় দিয়েছে। বাংলাদেশ দলের হয়ে সে যা করেছে তা এককথায় অসাধারণ। পুরো জাতির জন্য সে এটা করেছে। সে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চেয়েছে। আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ কারণ সেই দলের নেতা।
স্টিভ রোডস
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। রোডস বলেন, সাকিব খুবই কৌশলী। পরের টেস্টে সে আরও ভালো করবে। এর মধ্যে সে প্রস্তুতির জন্য আরেকটু সময়ও পাবে।
সূত্র: আইসিসি
বিডি প্রতিদিন/ফারজানা