ব্যাট হাতে বিরাট কোহালির দক্ষতা দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। রবিবার সিডনিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় কোহলির মারা একটা ছয় দেখে উচ্ছ্বসিত ক্লার্ক বলে ওঠেন, ‘‘অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের উচিৎ এই ব্যাটিং দেখে কিছু শেখা।’’ তবে শুধু বড় শট নেওয়ার ক্ষেত্রেই নয়, যেভাবে কোহলি ছোট-ছোট রান নিয়ে স্ট্রাইক রোটেট করছিলেন, সেটাও মনে ধরেছে ক্লার্কের।
কোহলিকে নিয়ে যে চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া, তা পরিষ্কার তাদের উইকেটকিপার আলেক্স ক্যারির কথায়। সাংবাদিক বৈঠকে এসে ক্যারি বলেছেন, ‘‘এর আগেও এ রকম পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে বিরাট। আশা করব, টেস্টে কোহলিকে থামাতে পারব আমরা।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ